• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা

  • ''
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২৩

কাহালু (বগুড়া ) প্রতিনিধি:

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর ক’দিন বাদে  শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পূজা মন্ডপ গুলো। দুর্গাপূজা উপলক্ষ্যে  সারা দেশের ন্যায়  বগুড়ার কাহালুতে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীরা দুর্গা দেবীকে তার আসনে বসাতে অবিরাম পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন। একটুও ফুরসুত নেই তাদের।  অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।  মন্ডপে মন্ডপে চলছে দেবীকে বরণ করে নেয়ার নানা সব প্রস্ততি।

১৪ অক্টোবর  শনিবার সূর্যোদয়ের সাথে সাথে চন্ডি পাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে  আহবান জানিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হলেও চলতি মাসের ২০ তারিখে মহাষষ্ঠীর দিনে  ঢাক এবং কাঁসর বাজিয়ে দেবীর বোধনের মধ্য দিয়ে পূজার মুল আনুষ্ঠানিকতার উৎসব  শুরু হবে।

দেবীর আশীর্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তকুল। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে দেবীকে বিসর্জন দেয়ার মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এদিকে  শারদীয়  দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বী পরিবারের  মধ্যে আনন্দ ও  উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে  নতুন কাপড় সহ প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করতে  বিপনী বিতান গুলোতে ছুটছেন তাঁরা। সম্পন্ন করছেন সকল প্রস্ততি। 

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে,  সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানে লক্ষ্যে  কাহালু উপজেলা প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্ততি গ্রহন করেছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গত ১০ অক্টোবর কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ  সভাকক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মন্ডপে  নির্বিঘ্নে, সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে  বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

অপরদিকে  পূজা মন্ডপ গুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে থানা পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের  সদস্যগন তৎপর থাকবেন বলে জানান, কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান। তিনি জানান, এবার কাহালুতে পৌরসভায় ২টি  ও ৯ টি ইউনিয়নে ৩১টি সহ মোট ৩৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে  ১৬ টি পূজা মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ ১৩ টি গুরুত্বপূর্ণ  ও ৪ টি পূজা মন্ডপকে সাধারণ  হিসাবে বিবেচিত করা হয়েছে।

পূজা মন্ডপ গুলো  হলো কাহালু  উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘ দুর্গা মন্ডপ, খাজলাল বিশ্বমাতা সার্বজনীন দুর্গা মন্দীর, গিরাইল রাধা গোবিন্দ দুর্গা মন্দীর, সাতরোখা সার্বজনীন দুর্গামন্দীর, কালাই কুমার পাড়া দুর্গা মন্দীর,কালাই পালপাড়া সার্বজনীন  পূজা মন্দীর, কালাই কুমার পাড়া সাবজনীন পূজা মন্দীর, কালাই কুমার পাড়া, কালাই দক্ষিণ হিন্দু পাড়া, পিলকুন্জ পুরাতন মন্দীর, পিলকুন্জ নতুন দুর্গা  মন্দীর, মুরইল চাকী বাড়ি মন্দীর, রঘুনাথপুর দুর্গা  মন্দীর, ডোমর গ্রাম দুর্গা  মন্দীর, ভোলতা দুর্গা মন্দীর,মালিগাছা দুর্গা মন্দীর, যোগীর ভবন দুগা মন্দীর, পলি ভূগোইল দুর্গা মন্দীর, পলি ভূগোইল নতুন দুর্গা মন্দীর, নারহট্র দুর্গা মন্দীর, পিন্টুখুর পূজা মন্দীর, কল্যাণপুর দক্ষিণ কালিবাড়ি দুর্গা মন্দীর, কল্যাণপুর হিন্দু পাড়া পুরাতন দুর্গা মন্দীর, দুর্গাপুর পূজা মন্দীর, দুর্গাপুর শিতলী মাতা দুগা মন্দীর, ধলাহার কালিবাড়ি দুর্গা মন্দীর, ঢেঁকড়া শিব দুর্গা মন্দীর,ছোট ঢেঁকড়া দুর্গা মন্দীর, দেওগ্রাম দুর্গা মন্দীর , খাড়িয়া নিসিন্দারা দুর্গা মন্দীর,দক্ষিণ  দেবখন্ড শান্তা দুর্গা মন্দীর,ও মালিবাড়ি কাওরাস দুর্গা মন্দীর।

এসব পূজা মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। কাহালু উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্জন কুমার প্রাং জানান, দুর্গাপূজা অনুষ্ঠানে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন  করা হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও  স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের  সহযোগিতায় আমরা শান্তি পূর্ণ ভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads